Wednesday, November 14, 2018

youtube bangla

Sunday, June 26, 2016

How to Youtube video Download

Monday, July 23, 2012

হারানো পার্টিশন ফিরিয়ে আনুন


Easeus Partition Recovery এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডডিস্ক থেকে হারিয়ে যাওয়া ড্রাইভ ফিরিয়ে আনে। ভাইরাসের কারনে হোক, অসাধবধানতা বসত হোক, অন্য যেকোন কারনেই হোক ড্রাইভ যদি মুছে যায় তবে এই সফটও্য়্যার কাজ লাগান। মাত্র ৭ মে.বা. ।
ডাউনলোড করুন

অটোরান (Auto Run) বন্ধ করুন যেকোন ধরণের ড্রাইভের


আমরা জানি যেকোন ধরণের ড্রাইভ যেমন: হার্ডডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, রিমোভেবল ড্রা‌ইভ (পেন ড্রাইভ, মেমোরী কার্ড) ইত্যাদি ড্রাইভে যদি ভাইরাস থাকে আর সেটা পিসিতে লাগানোর
আরো পড়তে ক্লিক করুন

দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে ফোল্ডার লক করুন


প্রথমে এই লিংক থেকে (লিংক ১) (লিংক ২) Lockdir ফাইলটি ডাউনলোড করে নিন, মাত্র ৪০৯ কিলোবাইট। তারপর
যে ফোল্ডারটি লক করতে চান সেই ফোল্ডারটির ভিতরে এই কপি করে নিয়ে পেষ্ট করুন। এবার এই  Lockdir ফাইলটি ওপেন করুন। দুইবার একই পাসওয়ার্ড দিয়ে Encrypt এ ক্লিক করুন। এবার দেখবেন ফোল্ডারের আইকন পরিবর্তন হয়ে গেছে। লক খুলতে হলে ফোল্ডারের ভেতর প্রবেশ করে Lockdir ওপেন করে পাসওয়ার্ড দিয়ে Customize সিলেক্ট অবস্তায়  Decrypt এ ক্লিক করলে তিনটি অপশন আসবে Minimize to tray তে ক্লিক করলে সফটওয়্যারটি Minimize হবে আবার সফটওয়্যারটি ক্লোজ করে দিলে আবার লক হয়ে যাবে। Restore Encrypted এ ক্লিক করলে লক না খুলে আবার আগের যায়গায় চলে যাবে আর Cancel Decrypted এ ক্লিক করলে একেবারে আনলক হয়ে যাবে।
এটি অন্যান্য ফোল্ডার লক সফটওয়্যারের চেয়ে আলাদা কারণ
** এটা ইন্সটল করতে হয় না।
** অনেক হালকা একটি সফটওয়্যা
** একই পিসি একাধিক ব্যাক্তি ব্যবহার করলেও সমস্যা নেই কারন একেকটা ফোল্ডার একেকটা আলাদা পাসওয়ার্ড দিয়ে লক করা যায়।
** ফোল্ডার কেউ ডিলিট করতে পারবে না।
** পেন ড্রাইভে কপি করা যাবে না।



ফোল্ডার লক করতে চান?

এমন অনেক জরুরি ফাইল থাকে যেগুলো আমরা অন্যদের সাথে শেয়ার করতে চাই না। ফলে প্রয়োজন হয় লক করার। এমএস ওয়ার্ড বা এক্লেল এর ফাইল লক করা যায় সহজেই কিন্তু ছবি বা ভিডিও অথবা অন্য ধরনের ফাইল হলেই আর লক করা যায় না। সেজন্যে ফোল্ডার লক করে দিলেই হলো। ফোল্ডার লক করার সবচেয়ে সহজ উপায় হলো মাই লকবক্স দ্বারা লক করা। ডাউনলোড করুন এখান থেকে।



Thursday, July 5, 2012

Webmaster দিয়ে Blogspot এ যেভাবে sitemap add করতে হয় (যারা অভিজ্ঞ নয় তাদের জন্য

I am Bahar Babu, professional Photoshop expert 


I Will Do Professional Photoshop Editing.
And Photo Retouching

Hi, I'm Highly Skilled Photo editor and Graphic designer, I am happy to offer you my technical knowledge and expertise of an artist to give your photos a better life.

BIG Discounts for BIG Orders!

Services:
Professional image Photoshop and Enhancing:
Background Removal- white/ Transparent,
Change Background,
Enhance,
Adjust Color, Contrast, Lighting,
Resize/ Crop,
Face swap,
Add Effects etc.

Advanced Retouching/ Beautifying:
Face, skin & body:
Creating perfect looking skin,
Removing skin/lip wrinkles,
Bags under eyes, crow's feet, marks, blemishes, eye bags,
Improve skin complexion/ makeup,
Whiten teeth, body slimming, reshaping,
Reduce fat in body parts etc.

I don't do illegal.
I don't edit official documents or any screenshot of documents (licenses, IDs, Bills, Transcripts, Bank statement etc)

Enhance real estate photos:
Removing or Adding objects
Product Photo retouching- for Amazon, E-bay,

If you have any specific requirement which is NOT on this listed above, write me a message. Probably I can help you, but I would like to discuss it first. I reply quickly.
ORDER NOW!!!

Thank you!!!



এটি আমার SEO নিয়ে প্রথম টিউন আশা করি ভাল লাগবে ভাল লাগ্লে কমেন্ট করতে ভুলবেন না ।

যাদের কাছে Webmaster জিনিস টা নতুন তাদের এটি নিয়ে খুব ঝামেলায় পরতে হয় আমারও পরতে হয়েছিল।অনেক চেস্টায় আমি এ ওয়েবমাস্টার sitemap add করতে পেরেছি।আজকে আমি যারা নতুন তাদের জন্য যেভাবে সাইটমাপ add করতে হয় তা নিয়া লিখব।

প্রথমে আপনার Blog সাইট টি Webmaster এ verify করে নিন তারপর submit a sitemap এ ক্লিক করে আপনি এই সাইটে আপনার সাইট url দিলে তারা একটি code দিবে যেমনঃatom.xml?redirect=false&start-index=1&max-results=500 তারপর Submit a Sitemap এ গিয়ে code টি paste করে দিন।





কিছুক্ষন অপেক্ষা করুন তারপর সাইট টি refresh করুন বাস কাজ শেষ।

ভাল লাগ্লে কমেন্ট করতে ভুলবেন না।



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews