Thursday, December 29, 2011

Microsoft Word Note প্রথম পর্ব



























Microsoft Word Note প্রথম পর্ব 

Microsoft Word চালু করা ঃ প্রথমে Start মেনুতে মাউস পয়েন্টারের বাম বাটন ক্লিক করে উপরে Programs - এ মাউসের কার্সর রাখলে ডান পাশে Microsoft Word দেখা যাবে সেখানে মাউস পয়েন্টারের বাম বাটন ক্লিক করলে Microsoft Word চালু হবে।

Microsoft Word বন্ধ করা ঃ প্রথমে Microsoft Word চালু করে প্রয়োজনী কাজ সম্পন্ন করে Save করা পর মেনু বারের File মেনুতে ক্লিক করলে নিচের দিকে একটি সাব মেনু আসবে। এখানে  Exit -এ ক্লিক করলে Microsoft Word বন্ধ হবে।

Microsoft Word - এ File  Save  করাঃ  প্রথমে Microsoft Word চালু করে প্রয়োজনী লেখা লেখার পর মেনু বারের File  মেনুতে ক্লিক করলে নিচের দিকে একটি সাব মেনু আসবে। এখানে Save -এ ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে সেখানে File Name  দিয়ে আবারও Save -এ ক্লিক করতে হবে। এখন নির্দিষ্ট লেখার File টি  Save হবে। Save করা File টি বিদ্যুৎ চলে যাওয়ার পর অথবা কম্পিউটার অফ করার পরও লেখা চলে যাবে না।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews